হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি।
মহেশখালী উপজেলায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধিভূক্ত প্রতিষ্ঠান ডিজিটাল কম্পিউটার
কম্পিউটার ট্রেনিং সেন্টারে ছয় মাস মেয়াদী কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন, গ্রাফিস ও এক্সেল কোর্স এর চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ১ম-৫ম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ সম্পন্ন।
বৃহস্পতিবার (২৬ শে সেপ্টেম্বর) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় এ সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রতিষ্ঠান প্রধান শ্রী তন্ময় সুশীল বিশ্ব সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির আজাদ, বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সাবেক উপজেলা স্বাস্থ্যকর্মি কমল ঘোষ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, কবি ও সাংবাদিক জাহেদ সরওয়ার, কাউন্সিল প্রীতি কনা শর্মা, মাষ্টার নাছির উল্লাহ খান'সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা এককথায় বলেন- কম্পিউটার শিক্ষায় মহেশখালীতে আলো ছড়াচ্ছে ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার। অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন বক্তারা।
প্রতিষ্ঠান প্রধান শ্রী তন্ময় সুশীল বিশ্ব বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠার পর ২০১৪ সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদন পেয়ে প্রতি বছর শত শত ছেলে-মেয়েদের ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্সে প্রশিক্ষণ পরিচালনা করে আসছি। এখান থেকে ছেলে মেয়েরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশে বিদেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত