ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে সীমিত পরিসরে ‘পর্যটন শান্তির সোপান’ কে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ পরিষদে শেষ করে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নোমান ইবনে হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংহ্লা মং চৌধুরীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পর্যটন শিল্পকে রক্ষা করার জন্য বন ও প্রকৃতিকে অক্ষত রেখে কিভাবে পর্যটন শিল্পকে ধরে রাখা যায় বিভিন্ন দিক তুলে ধরেন। এবং জেলায় পর্যটন খাতকে বিকশিত করতে কিভাবে ঢেলে সাজানো যায় তার গুরুত্ব তুলে ধরেন।