ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে হতদরিদ্র প্রায় ৪ শতাধীক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাজেক ইউনিয়ন পরিষদের সামনে সাজেক ইউনিয়ন ও অন্যান্য স্থান হতে আসা হতদরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে
৬ ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসির নির্দেশনায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে বাঘাইহাট জোন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার এর উপস্থিতিতে রোগী দেখেন ৬ ইষ্ট বেংগল বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ এএমসি এবং ক্যাপ্টেন শাহ-নেওয়াজ এএমসি।
স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ সকল জনকল্যাণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন, উপকারভোগী সাধারণ জনগণ বলেন আমরা এই এলাকায় বসবাস করি আমাদের এলাকায় কোন হাসপাতাল নেই আমাদের চিকিৎসা এবং ওষুধের জন্য অনেক অসুবিধা পোহাতে হয়, সেনাবাহিনীর ডাক্তার ছাড়া বিকল্প কোন উপায় নেই।
জোন অধিনায়ক লে: কর্ণেল খায়রুল আমিন বলেন, এই এলাকাটিতে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় সময় চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করে থাকি, সেনাবাহিনী সবসময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত