ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: মহিউদ্দিন বলেন, শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কাপ্তাইয়ের প্রতিটি পুজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে। কেউ বিশৃঙ্খলা করলে তাঁকে আইনের আওতায় আনা হবে।
তিনি বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরী তে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা এবং সনাতনী সম্প্রদায়ের আসন্ন শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি আরোও বলেন, কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। সেইজন্য এই অঞ্চলের দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনী, জনগণ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই সহযোগিতা করে আসছেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার ওসি ( তদন্ত) দেবাশীষ সানা, চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক মো: আবদুল হামিদ, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি হারুনুর রশিদ, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জোবাইদা আক্তার লাভলী, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু সহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য, আইন শৃঙ্খলা বাহিনির প্রতিনিধি এবং উপজেলার ৮ টি পুজা মন্দিরের প্রতিনিধি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত