মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ০৩টি পরিবারের জন্য বসতঘর নিমার্ণ/সংস্কার ও সেলাই মেশিন এবং ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন উপস্থিত থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় পরিবারের মাঝে বসতঘর নির্মাণ সংস্কার সামগ্রী, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেন।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, রামগড় জোনের উদ্যোগে গরীব ও দুঃস্থ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত