আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির দীঘিনালা, সদর ও রাঙামাটি জেলায় বাঙালি ও সেনাবাহিনী কর্তৃক পাহাড়িদের ওপর হামলা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি-সংযোগ ও গুলি করে হত্যা-জখমের প্রতিবাদে ইউপিডিএফ (মূল) দল সমর্থিত পিসিপির উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় মানিকছড়ি উপজেলার ময়ুরখীলস্থ মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি কলেজ সংলগ্ন চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে ইউপিডিএফ (মূল) দল সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ উপজেলা শাখার আয়োজনে পাহাড়ি ছাত্র পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা'র নেতৃত্বে খাগড়াছড়ির দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সেটেলার বাঙালি ও সেনাবাহিনী কর্তৃক পাহাড়িদের ওপর হামলা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি-সংযোগ, গুলি করে হত্যা-জখমের ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে সেনাবাহিনীর বাঁধা প্রদান, কর্মী সমর্থকদের ওপর লাঠিচার্জ এর প্রতিবাদে এ মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতহয়।
মশাল মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সদস্য আনু মারমা, নারী আত্মরক্ষা কমিটি মানিকছড়ি উপজেলা শাখার আহ্বায়ক মিলি মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সুজন ত্রিপুরা প্রমুখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত