ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। মেঘের রাজ্য সাজেক এ যাওয়ার এক মাত্র সড়ক যোগাযোগ মাধ্যম পর্যটন নগরী খাগড়াছড়ি হয়ে যেতে হয়। খাগড়াছড়িতে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকে ৭২ ঘণ্টা সড়ক অবরোধ
অবরোধে রাঙ্গামাটির সাজেকে আটকে পড়েছে প্রায় ১৫০০ পর্যটক। সোমবার ১৫শ পর্যটকের মধ্যে প্রায় অর্ধশতাধিক পর্যটক বেসরকারি হেলিকপ্টার করে সাজেক ত্যাগ করেন।
জানা গেছে, ব্যক্তিগত খরচে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আসে পর্যটকরা। সোমবার সাজেকের বিজিবি হেলিপ্যাডে বেসরকারী ৪টি হেলিকপ্টার পর পর অবতরন করেন। পরে প্রায় অর্ধশত পর্যটক এ ৪টি হেলিকপ্টারে করে সাজেক ত্যাগ করেন।
হেলিপেট করে পর্যটক সাজেক ত্যাগ করার বিষয়টি রাঙ্গামাটি উপজেলার বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তার নিশ্চিত করে জানান, প্রায় ৫০জন ৪টি বেসরকারী হেলিকপ্টারে করে নিজস্ব ব্যবস্থাপনায় সাজেক ছেড়েছে। কাল অবরোধ শেষ হলে বাকিদেরও মুভ করানো হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত