আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে।
উপজেলার সিঙ্গাতী গ্রামে সোমবার সকাল ৯:৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ভিকটিম সুত্র জানায়, সকাল ৯ টায় ইরসাদ চৌধুরীর ছেলে মোরসালিন চৌধুরী ছাগলের খাবারের জন্য কিছু ডাল,পাতা কেটে সংগ্রহ করা কালিন সময়ে সুখ চৌধুরী এসে তাকে হাত পা ভাংগার হুমকি দেয়, এ নিয়ে বাক বিতণ্ডা শুরু হলে দুই পক্ষের মুরুব্বীরা এসে উভয় পক্ষকে শান্ত করে নিয়ে যায়।
ঘটনার ২০ মিনিট পর দুলাল চৌধুরীর নেতৃত্বে ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে এরশাদ চৌধুরীর বাড়িতে হামলা করে। সকালের নাস্তা খেতে থাকা অবস্থায় আজিজুরকে ঘর থেকে টেনে বের করে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদের পরিবারের অন্যান্যদের ও কুপিয়ে জখম করে।
স্থানীয়রা জানান, সিঙ্গাতী গ্রামের এনায়েত চৌধুরীর পক্ষের সাথে মনু চৌধুরী ও ইরশাদ চৌধুরীর নেতৃত্বাধীন পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্বেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত বিরোধের জেরে সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
আহতরা হলেন, মনু চৌধুরী ও ইরশাদ চৌধুরী পক্ষের হাফেজ মোঃ ইরশাদ আলী চৌধুরী (৬২), মুরসালিম চৌধুরী (৩৮), শিরিনা বেগম (৫৮), তাইজুল চৌধুরী (৪৫) আজিজুল চৌধুরী (৪০) সিব্বির চৌধুরী (৪০)ও নাহার বেগম (৭৫) অপরদিকে এনায়েত চৌধুরীর পক্ষের আহতরা হলেন মাসুম চৌধুরী (৫০), আনিস চৌধুরী (৩২), তারিক চৌধুরী (৩০)
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া সংঘর্ষে জড়িতদের গ্রেফতার চেষ্টাসহ মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত