আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারিরীক ও মাসনিক বিকাশে খেলাধূলার ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের হাতে বই ও ক্রীড়াসামগ্রী তুলে দেন।
২৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে আসেন নবাগত ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া। তিনি বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ায় শিক্ষার্থীদের পছন্দ ও দক্ষতা সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি বইপড়া ও তাৎক্ষণিক শিক্ষার্থীদের ইচ্ছে অনুয়ায়ী লেখা লিখতে দেন এবং বই, ফুটবল, ব্যাট, ক্রিকেট বল ও হেলমেট প্রদান করেন। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে “পড়ালেখার পাশাপাশি ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হয়ে শারিরীক ও মানসিক বিকাশে নিজেকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন”।
অচিরেই মাধ্যমিক পর্যায়ে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেন।
এ সময় প্রধান শিক্ষক সুদিপ কুমার নাথ, সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক আবদুল মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।