উত্তম চক্রবর্তী,মণিরামপুর।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসে অতি বৃষ্টিজনিত কারণে তলিয়ে যাওয়ায় দু' কোটি ১০ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। ঝাঁপা বাঁওড়ের সভাপতি সুধাংশু বিশ্বাস তিনি বলেন, ৬০৫ একর আয়তনের ঝাঁপা বাঁওড় (বন্ধ) জলমহলটি বাংলা ১৪৩০ থেকে ১৪৩৫ সন পর্যন্ত ছয় বছরের জন্য ইজারা গ্রহণ করে বর্তমান মৎস্য চাষের মাধ্যমে ভোগদখল করছে। সমিতি প্রত্যেক ইজারা বর্ষে এক কোটি যাট লাখ টাকা ইজারা সরকারকে প্রদান করে। অন্যদিকে, ২৫ জুলাই থেকে বৃষ্টির পানির কারণে মাছ বাঁওড়ের কিনারায় ছিল। খবলা জাল, হুইল, সিপ, কল, ক্যারেন জাল, চারো ইত্যাদি দিয়ে মাছ ধরেছে। এরপর ২১ আগস্ট হতে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিসহ বন্যা দেখা দেয়। যশোর অঞ্চলে ২১ থেকে ৩০ আগষ্ট পর্যন্ত ভারী বর্ষণ ভারী বর্ষণ হয়। বাঁওড়ের পার্শ্ববর্তী এলাকার ভারী বৃষ্টির পানি বাঁওড়ে প্রবেশ করে। একই সাথে ঝাঁপা বাঁওড়ের সাথে যুক্ত কপোতাক্ষ নদের পানি বাঁওড়ে প্রবেশ করে। বাঁওড় পানিতে তলিয়ে যায়। প্রয়োজনীয় নিরাপত্তা অভাব এখনও বিদ্যমান রয়েছে। এই অবস্থা চলমান থাকলে জলমহলটি হতে মাছ রক্ষা করা সম্ভব হবেনা সদস্যগণ ঋণগ্রস্ত হবে, তাদের জীবনজীবিকার কোনো সংস্থান থাকবে না, অর্থের অভাবে আগামী অর্থবছরে খাজনা দিতে পারবেনা। সবমিলিয়ে ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং হতদরিদ্র মৎস্যজীবীদের জীবনমানের উন্নয়ন করতে ভূমি মন্ত্রণালয় ও যশোর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন মৎস্যজীবীরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত