আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
অন্তর্বতী কালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হাসান বলেন" এখানে পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ, বিভক্তি ও দ্বন্দ্ব তৈরি করে অনেক পক্ষ সুবিধা নিতে চায়। আমরা তাদেরকে সুযোগ করে দিব না। আমরা বলব পাহাড় ও সমতল সব মিলে বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।' পাহাড়ে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দীঘিনালা বাস স্টেশনের লারমা স্কয়ারে স্থানীয়দের সাথে আলাপ কালে তিনি আরও বলেন," এই ঘটনায় যারা জড়িত থাকবে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, হত্যাকান্ডের সাথে জড়িত, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। আমরা বারবার করে বলছি আইন কেউ নিজের হাতে নিবেন না।
এসময় তিনি আরও বলেন,"কেউ যদি অপরাধ করে, দোষও করেও সেটার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না। সেটার জন্য রাষ্ট্র আছে, পুলিশ আছে।আমরা যদি নিজেরায় আইন নিজের হাতে তুলে ফেলি তাহলে তো এতো প্রতিষ্ঠানের দরকার নেই। সমাধানের জন্য আলোচনার কোন বিকল্প নাই।
তথ্য উপদেষ্টা আরও বলেন,"আমি এখানে আসার কথা ছিল না। এখানকার পরিস্থিতি জানতে আমি ফেনী থেকে এখানে এসেছি। আমি মনে করি বাংলাদেশের কোন একটি অঞ্চল অশান্তিতে থাকে, সেটির প্রভাব পুরো বাংলাদেশে পড়ে। ফলে আমাদেরকে এক সাথে থাকতে হবে। আমরা কিন্ত লড়াই সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। যেখানে আমরা সম্প্রীতির সাথে সকলের অধিকার নিশ্চিত করতে পারব এবং সকল প্রকার বৈষম্য দূর করতে পারব।"
এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরল হক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত