দৈনিক পার্বত্যকন্ঠ নিউজ:
খাগড়াছড়িতে বই পড়া কর্মসূচি/২৪ সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচী হয়।
মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার খাগড়াছড়িরআয়োজনে খাগড়াছড়ি পৌর আদর্শ বিদ্যালয়ে বই পড়া কর্মসূচি/২৪ এর আওতায় ইতিবাচক মানসিক পরিবর্তন শিরোনামে ৪৮ পৃষ্ঠা বই এক সাথে অনেক শিক্ষার্থী পড়েছে এবং কুইজ প্রতিযোগিতায় উত্তর দিয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন মহোদয়।
ধর্মরাজ বড়ুয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মোঃ ছফর আলী মনির, খাগড়াছড়ি পৌর আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জুবায়রুল ইসলাম জুয়েল, সহকারী শিক্ষক মুহাম্মদ আবু ইউসুফ, সহকারী শিক্ষক মামুন উদ্দিন প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন, গণপাঠাগারের প্রতিষ্ঠাতা, নাট্যকার ও লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন, মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার পরিচালনা কমিটির সভাপতি সামছুল ইসলাম তপন, সহ-সভাপতি মিজ লক্ষীপুতি চাকমা, সহ- সভাপতি মংচিংসেং মারমা, সাধারণ সম্পাদক উষা মারমা, লাইব্রেরীয়ান চরণ ত্রিপুরা প্রমুখ।
খাগড়াছড়ি পৌর আদর্শ বিদ্যালয়ের সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায় বই পড়া এ কর্মসূচিতে ৩শ ৮০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০ জন বিজয়ী হয়েছে।
গণপাঠাগারে বই পড়া কর্মসূচি-২০২৪ এর ১ম ধাপে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩ জন ও ২য় ধাপে লিখিত কুইজ পরীক্ষায় উত্তীর্ণ ৮ জনসহ মোট ২১ জনকে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত