সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি :
শিক্ষা ভবন ঢাকায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধাবার (১৮ সেপ্টেম্বর) গোয়ালন্দ পৌরশহরের প্রধান সড়কে গোয়ালন্দ উপজেলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন মিঞা, সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমূখ। এসময় উভয় স্কুলের সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত