শফিক ইসলাম, মহলছড়ি প্রতিনিধি:
সারা দেশের ন্যায় মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে আজ পালন করা হয়ে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী(সাঃ)
১২ রবিউল আউয়াল (১৬ সেপ্টেম্বর) দেশের সকল মধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার উদযাপনের নির্দেশনা দিয়ে চিঠি প্রদান করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।
চিঠিতে আরও বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, কেরাত, দোয়া ও মিলাদ এবং হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করবে।
সে নির্দেশনা মোতাবেক মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে যথাযথ ভাবে পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ), দোয়া ও মিলাদ মাহফিল।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নিপুল বিকাশ খীসা, উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু হোসেন, উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ শরিফুল ইসলাম, যুগ্ন-আহব্বায়ক মোঃ নজরুল ইসলাম,মোঃ কাউসার আলম,সেচ্ছাসেবক দলের আহব্বায়ক নুরুল ইসলাম সদস্য সচিব ফাইজুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন, ছাত্রদলের সভাপতি মোঃ হেলাল উদ্দিন সদস্য সচিব আশরাফুল সাকিব সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক মহোদয়গণ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত