ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামা'আত প্রতি বছরের মতো এবারও খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। র্যালিতে হাজার হাজার ছাত্র-জনতা অংশ নেয়।
সোমবার সকালে আহলে সুন্নাতুল ওয়াল জামাতজেলা গাউছিয়া কমিটিসহ বিভিন্ন তরিকত পন্থী ব্যানারে শহরে জশনে জুলুসের রেলি বের করা হয়। এবং নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ঈদগাহ মাঠে এসে শেষ করে মিলাদ মাহফিলে মিলিত হয়।
এসময় প্রিয় নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড র্যালিতে নাতে রাসুল পরিবেশন করা হয়। এবং র্যালি শেষে পৌর ঈদগাহ মাঠে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত আদায় করে।
এসময় মাহফিলে বক্তব্য রাখেন মাওলানাআবু তাহের আনসারী হাজী ইউনুস, অ্যাডভোকেট আক্তার উদ্দিন মামুন, কেন্দ্রীয় শাহীজামে মসজিদের খতিব আব্দুল নবী হাক্কানী ও পেশ ইমাম মাওলানা সালাউদ্দিন। মোনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ আলম নঈমি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত