মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান,
বান্দরবান লামার কোয়ান্টাম ফাউন্ডেশনে চক্ষুসেবা এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প আয়োজন করে চট্টগ্রাম লায়ন্স ক্লাব। বৃষ্টি উপেক্ষা করে ১৩ সেপ্টেম্বর শুক্রবার ৫ শতাধিক মানুষ ক্যাম্পে সেবা গ্রহণের জন্যে আসেন। এর মধ্যে ৩২৯ জনকে চক্ষুসেবা প্রদান করা হয় এবং ব্লাড গ্রুপিং করা হয় ১৭৩ জনের। স্থানীয়রা ছাড়াও কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীদের কিছু অংশ এই সেবা গ্রহণ করে।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫ বি-৪ এর গভর্নর কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের প্রথম ভাইস জেলা গভর্নর মোসলে উদ্দিন আহমেদ অপু এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন। এছাড়া আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম ফিনিক্সের প্রেসিডেন্ট ইঞ্জি. কামাল উদ্দিন আহমেদ, ডিরেক্টর ইঞ্জি. মকবুল হোসেন ও মেম্বারশিপ চেয়ারপারসন মাহাবুবুল ইসলাম।
চক্ষুসেবা এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প আয়োজনে সহযোগিতার জন্যে লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত