আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া সেনাক্যাম্পের রামসু বাজার এলাকায় দুঃস্থ, অসহায় এবং সুচিকিৎসাবঞ্চিত নারী-পুরুষের মাঝে মানবিক স্বাস্থ্য চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রামসু বাজার এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিক্যাল কর্মকর্তা ডা. নাহিয়ান কবির নেতৃত্বে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালিত হয়। এসময় অসংখ্য নারী,পুরুষ বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধপত্র গ্রহন করেন।
এ সময় চিকিৎসক ডা. নাহিয়ান কবির বলেন, সিন্দুকছড়ি জোন মানবতা ও সমাজকল্যাণে মানবিক সহায়তার অংশ হিসেবে বিগত সময়ের ন্যায় আজও অনুন্নত রামসু এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাবঞ্চিত মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে চিকিৎসাসেবার এই আয়োজন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত