দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৪-২৫ কার্যবর্ষের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয় এবং ইমরান উদ্দিন।
১৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আকিজ মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহম্মদ সজীব প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক গিরেন্দ্র চক্রবর্তী, অর্থ সম্পাদক মো. আবু সুফিয়ান, উপ-অর্থ সম্পাদক আতিয়া ফাইরুজ ঐশী, দপ্তর সম্পাদক হালিমা আক্তার, আইন সম্পাদক সানজিদা ইয়াসমিন লিজা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অমিত হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেদ্ওয়ান আহমদ, প্রচার সম্পাদক মো. মমিনুর রহমান এবং উপ প্রচার সম্পাদক আবিদ হাসান রাফি।
এছাড়া তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাইফুল মিয়া, ৩ জন সম্পাদকীয় পর্ষদ যথাক্রমে মারুফ হোসেন, কাব্য সাহা এবং সাইশা সুলতানা সাদিয়া মনোনীত হয়েছেন। তবে উপ দপ্তর সম্পাদক ফাঁকা রাখা হয়েছে।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। বর্তমানে দেশের প্রায় ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম চলমান রয়েছে।
~ তারেক আল মুনতাছির
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত