ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় প্রবেশ গেইটে পর্যটকদের জন্য ই-টিকেট কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার বিকেলে পর্যটন কেন্দ্র আলুটিলায় ই-টিকেট কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
এসময় তিনি বলেন, রাজস্ব খাতকে সুসংগঠিত করা এবং পর্যটকদের সুবিধার্থে ই টিকিট কার্যক্রম আজ থেকে চালু করা হলো। এতে ২০% ডিসকাউন্ট এর সুবিধা পাওয়া যাবে। খাগড়াছড়িকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কার্যক্রম চালু করা হয়েছে।
ই-টিকিট কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি রোমানা আক্তার, এডিএম রোজলিন শহীদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, এনডিসি এ.জেড. এম. নাহিদসহ গণমাধ্যমকর্মী বৃন্দ।
পর্যটন নগরী আলুটিলাকে নুতন সাজে সজ্জিত এবং পরিবেশ বান্ধব পর্যটকদের সুবিধার্থে জেলা প্রশাসনের এমন উদ্যোগ বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত