সাধন সাহা জয়,নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার পল্লি বিদ্যুৎ সমিতির নবীনগর উপজেলা জোনাল অফিসের ডিজিএমের অপসারণের দাবিতে ভুক্তভোগী ছাত্র জনতা আজ রোববার স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা পল্লি বিদ্যুৎ নবীনগর জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান ভূইয়ার বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, তিনি গ্রাহকদের সাথে দুর্ব্যবহার, মিথ্যাচার, মিটার বাণিজ্য, মাসোহারা গ্রহণ, গ্রাহকদের হয়রানি, ভৌতিক বিল ও দালাল চক্র তৈরি করে রামরাজত্ব কায়েম করেছেন। তারা দ্রুত তার অপসারণ ও পল্লি বিদ্যুতের যে সকল অযৌক্তিক বিভিন্ন চার্জ যেমন মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ বাতিলসহ গ্রাহকদের গলাকাটা কালাকানুন বাতিল ও সমিতি সংস্কারের জোর দাবি জানান। এই অনিয়ম রোধে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ জামাল হোসেন, মোঃ জাকির হোসেন, সোহেল খান, সাধন সাহা জয়, আবদুল্লাহ আল মামুন, মোসলেম উদ্দিন, শাওন আহম্মেদ, সোহরাব হোসেন, শিউলী বেগম প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর কাছে ডিজিএম এর বিরুদ্ধে স্মারকলিপি দেওয়া হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত