খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তারিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ দুই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা থানায় তারিকুল ইসলাম নিজে মামলাটি দায়ের করেন বলে জানিয়েন মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফ।
মামলায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ন মোরশেদ খাঁন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ ১৮৯ জনকে আসামি করা হয়েছে। মামলায় আরও ২০-৩০ জন আজ্ঞত পরিচয় ব্যক্তিকে আসামী করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গেল ৫ অগাস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন মাটিরাঙ্গা পৌরসভাধীন ৯নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে আসামিরা দলবদ্ধ হয়ে তরিকুলকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ সময় আসামিরা ধারালো তাকে অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে আহত তারিকুল ইসলাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও হামলার হুমকি দেয়। পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত