স্মরনকালের ভয়াবহ বন্যা ও ভারত থেকে নেমে আসা ঢলে ভেসে গেছে মাটিরাঙার মাটিরাঙ্গার তাইন্দং, তবলছড়ি, আমতলী ইউনিয়নসহ
কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের ঘরবাড়ি। পানি নেমে গেলেও এখনো চরম কষ্টে আছে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে পাহাড়ের নিম্নআয়ের মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্থ বানবাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
বানবাসি মানুষকে সহায়তার তৃতীয় দিনের মতো
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী মাটিরাঙ্গার একাধিক ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ১৩৫ পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করে
বিইউপি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
মাটিরাঙ্গার সামাজিক সংগঠন বন্ধু জুনিয়রের সহযোগিতায় বিইউপি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে পৌছে দেন ত্রাণ সামগ্রী।
এ সময়, বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মো. ওমর ফারুক বলেন, মানুষের দু:সময়ে কারোরই ঘরে বসে থাকার সময় নেই। সামর্থ্য অনুযায়ী কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে হবে। সহযোগিতার হাত বাড়াতে হবে। আর সেই মানবিক দায়িত্ববোধ থেকেই পাহাড়ের বানবাসী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাদের পাশে দাঁড়িয়েছি।
এসময় বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মো. রাকিব মিয়া ও একই বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া মাহাদী হাসান, আমতলী সরকারী প্রাথ. বিদ্যালয়ের শিক্ষক এ বিএম ফরহাদ ও মাটিরাঙ্গার সামাজিক সংগঠন বন্ধু জুনিয়রের সভাপতি মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।