ঝিনাইদহে বৈষম্য বিহীন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সংগঠনের দায়িত্বশীল ভূমিকা ও করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে সরকারি কেশব চন্দ্র কলেজ চত্তরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সেসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার প্রধান সমন্বয়ক আবু হুরাইরা সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্র শিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা কোন রাজনৈতিক দলের না হয়ে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে। এর জন্য ছাত্র সংগঠনের জবাব দিহিতা থাকতে হবে শিক্ষার্থীদের কাজে। এটা বাস্তবায়নে সকলকে সাথে নিয়ে কাজ করা হবে। সাথে দেশের যে কোন ভালো কাজেও ছাত্র সংগঠনগুলোকে জবাব দিহিতা নিশ্চিত করে কাজ করতে হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত