ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে গত ২মাসের ব্যবধানে চারবার বন্যা হয়। চতুর্থ দফা বন্যায় জেলায় ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক হাজার পরিবার। সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড খাগড়াছড়ির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড খাগড়াছড়ি জেলা কার্যালয়ে প্রায় অর্ধ শতাধিক বন্যার্ত পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর খাগড়াছড়ি জেলা ডি.জি.এম. ও ইনচার্জ মুহম্মদ ইলিয়াছ উজ-জামান, মাটিরাঙ্গা উপজেলা অফিস ইনচার্জ মোঃ কোরবান আলী, জেলা শাখার হিসাব কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম সুজন, ফিনানসিয়াল এসোসিয়েট রশ্মি চাকমা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম এর উপস্থিতিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে – চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান, ডিটারজেন্ট পাউডার ও লবন।
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এসব খাদ্য সামগ্রী পেয়ে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর খাগড়াছড়ি জেলা প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।