আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা ৫ নং গাওলা ইউনিয়ন চেয়ারম্যান শেখ রেজাউল কবিরের নামে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল, অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণ ও শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
রবিবার ১ লা সেপ্টেম্বর সকাল ১১ টায় ঢাকা - খুলনা মহাসড়কের মাদ্রাসাঘাট নামক স্থানের সড়কের দু পাশে দাড়িয়ে মানববন্ধন করে তারা, পরে ৫ নং গাওলা ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী ভুক্তভোগী, সারমিন আক্তার নামের এক নারীর অভিযোগ ইউপি চেয়্যারম্যান রেজাউল কবির তার বিবাহ বিচ্ছেদের দেনমহরের ১ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী এই নারী বলেন টাকা চাইতে গেলে তাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয় এই চেয়ারম্যান।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সম্পাদক জিয়াউর রহমান, জেলা যুবদল সদস্য নুর ইসলাম শেখ, নিজাম শেখ, ইউপি সদস্য মোহাম্মদ সেলিম মোল্লা, ও নজরুল ইসলাম,প্রমূখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত