মোঃ সালাউদ্দিন:-খাগড়াছড়ির গুইমারা থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থা অবৈধ মাদকদ্রব্য ১৬ কেজি (গাঁজা ) উদ্ধার।
একটি দেশের সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ। দেশের উন্নতির পথে অবদানে তারাই উজ্জ্বলদীপ্ত শিখার ন্যায় চির প্রজ্জ্বলিত। তারুণ্য মানেই অসীম শক্তি ও সম্ভাবনার উৎস। দুঃখজনক বিষয় মাদকের ভয়াল থাবায় নিঃশেষ হচ্ছে তারুণ্যের উদ্দীপনা এবং প্রাণশক্তি।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন—শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে এবং তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার একটি চৌকস দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গুইমারা থানাধীন ০২ নং হাফছড়ি ইউপি, ০৭ নং ওয়ার্ডস্থ তৈকর্মা এলাকায় জালিয়া পাড়া টু মহলছড়ি মহা সড়কেরর পাশে জৈনক তাইজুল ইসলামের বাড়ির সামনে একটি সাদা বস্তায় - সাদা ও কালো পলিথিনে মোড়ানো ২৭ টি প্যাকেটের ভিতরে রক্ষিত ১৬ কেজি মাদকদ্রব্য (গাজাঁ) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত