ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। স্বরণ কালে খাগড়াছড়িতে চতুর্থ দফা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক হাজার পরিবার। আহলে সুন্নাত ওয়াল জামা'আত খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার সকালে খাগড়াছড়ি অরুনিমা কমিউনিটি সেন্টারে "আহলে সুন্নাত ওয়াল জামা'আত" খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে ১শ ৫০টি পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে - চাল, ডাল, তেল, পিঁয়াজ ও আলু।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, "আহলে সুন্নাত ওয়াল জামা'আত" খাগড়াছড়ি জেলা শাখার সহ- সভাপতি - কাজী আবু তাহের আনসারী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্তার উদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ বারী, অর্থ সম্পাদক - আলহাজ্ব সিরাজুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় "আহলে সুন্নাত ওয়াল জামা'আত" খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্তার উদ্দিন মামুন বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারা ত্রাণ হিসেবে ছোট করে দেখবেন না। আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়াতে। "আহলে সুন্নাত ওয়াল জামা'আত" খাগড়াছড়ি জেলা শাখা আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার ত্রাণ সামগ্রী পেয়ে "আহলে সুন্নাত ওয়াল জামা'আত" খাগড়াছড়ি জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত