খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙ্গালিদের 'অ-পাহাড়ী' বলে আখ্যা দিয়ে অবমাননা মূলক বক্তব্য প্রদান করায় অন্দবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে অপসারণের দাবিতে ফুঁসে উঠছে পাহাড়ের অধিবাসীরা। তাঁর অপসারনের দাবীতে কর্মসুচী পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।
বাঙ্গালী জাতিকে অ-পাহাড়ী অ্যাখ্যা দিয়ে বক্তব্য রাখার প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারনের দাবীতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাটিরাঙ্গা সরকারী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তবলছড়ি সমাবেশ করে।
খাগড়াছড়ি সফরকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কর্তৃক বাঙ্গালী জাতিকে অ-পাহাড়ী অ্যাখ্যা দেয়া উদ্দেশ্য প্রণোদিত দাবী করে বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবী করেন। পদত্যাগ না করলে 'এক দফা' আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. আমির হোসেন রনি, কামাল হোসেন সজীব, মো. ফয়জুল্লাহ ও আদনান আহমেদ স্বাধীন প্রমুখ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত