সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় সিজান শেখ (১৪) নামে এক মাহেন্দ্র যাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার উজানচর ইউনিয়ন জোনাকি রায় পাড়ার মো. মফিজ শেখের ছেলে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানাযায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজ এলাকায় ঢাকাগামী জেআর নামে একটি পরিবহনের পিছনের চাক্কা খুলে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা মাহেন্দ্রের যাত্রী সিজানকে ধাক্কা দেয়। সিজান ধাক্কা খেয়ে মাহেন্দ্র থেকে পরে চাক্কার নিচে চলে যায়। এতে মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয় তার।
পরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. একেএম ওহেদুল মুক্তাদির বলেন তার মৃত্যু এখানে আনার অনেক আগেই হয়েছে। ধারনা করা যাচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
আহলাদি পুর হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবহনটি জব্দ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার কথা শুনে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ঘাতক পরিবহনটিকে আটক করা হয়। তবে পরিবহনের চালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহটির সুরতহাল রিপোর্ট শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত