ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালিদের "অ-পাহাড়ী" বলে অবমাননা করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খাগড়াছড়ি জেলা ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ করে।
এসময় প্রতিবাদ সমাবেশ এ বক্তব্য রাখেন, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি মাহবুব আলম, শিক্ষার্থী মোঃ সাকিফুল ইসলাম, মোঃ রফিক, মোঃ ফাহিম জিম, নারগিস আলম প্রমুখ।
বক্তব্য শিক্ষার্থীরা অন্তর্বতীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালিদের "অ-পাহাড়ী" বলে অবমাননা মূলক বক্তব্য প্রদান করে পাহাড়ি-বাঙ্গালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। শিক্ষার্থী জানান, পাহাড়ে আমরা সবাই মিলেমিশে বসবাস করে আগামীতেও এসেছিলাম এবং ভবিষ্যতে থাকবো। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পায়তারা তারা কখনো মেনে নিবে না।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত