খাগড়াছড়ি : জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলপ্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের ৫২৫০তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।
জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ সাহা'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শরীফ, মাটিরাঙ্গা
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল প্রমুখ বক্তব্য রাখেন।
সব ধর্মের মর্ম কথা একই জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, সবাইকে হানাহানি, মারামারি বন্ধ করতে হবে, কারো ক্ষতি করা যাবে না, প্রথমে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। এসব পালন করলে দেশে সাম্প্রদায়িত সম্প্রীতি আনয়ন করা সম্ভব। বন্যা পরিস্থিতিতে সকলে একে অপরের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
দিনের অন্যান্য সময় শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজনের কথা রয়েছে।
অনুষ্ঠানে সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক কর্মকর্তা ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দসহ অনেক নারী-পুরুষ অংশ নেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত