ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার উভয়দিকে কর্ণফুলি নদীর উপর নৌ পথে যাতায়াতের জন্য ব্যবহৃত ২ টি ফেরি নদীতে স্রোতের কারনে রবিবার(২৫ আগস্ট) সকাল ৮ টা হতে বন্ধ রয়েছে। ফলে রাঙামাটি টু বান্দরবান-: রাজস্থলী সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী। তাদের বিকল্প হিসাবে ইঞ্জিন চালিত বোটে পার হয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া অতি প্রয়োজনীয় গাড়ি গুলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।
রবিবার (২৫ আগস্ট) দুপুর ২ টায় এই প্রদিবেদক যান চন্দ্রঘোনা ফেরি ঘাট এলাকায়। এসময় এই রুটে চলাচলকারী যাত্রী মো: জাহিদুল ইসলাম, মো: বেলাল উদ্দিন, মো: লিয়াকত আলী সহ অনেক চালক ও যাত্রীরা জানান, রবিবার সকাল হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আবার কেউ কেউ জানান, গতকাল শনিবার সন্ধ্যা হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এসময় চন্দ্রঘোনো ফেরিঘাট এলাকায় কথা হয়, সড়ক ও জনপদ বিভাগ( সওজ) এর রাঙামাটির সুপারভাইজার রবিজয় চাকমার সাথে।
তিনি বলেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ে দিয়ে রবিবার সকালে পানি ছাড়ার ফলে পানির স্রোত বেড়ে যায়, যার ফলে ফেরি চলাচল নিরাপদ নয় বিধায়, কর্তৃপক্ষের নির্দেশে রবিবার সকা়ল ৮ টা হতে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে পানির স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তিনি আরোও বলেন, এমনিতে কর্ণফুলী নদীতে জোয়ার হলে পল্টনের সিঁড়িতে প্রচুর পানি উঠে ডুবে যায়। ফলে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ থাকে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত