সৎ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিক সকলের কাছে সমাদৃত মন্তব্য করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, মূল ধারার সাংবাদিকতাকে বুকে ধারণ করে সত্য, বস্তুুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে রাষ্ট্রের সম্ভাবনা ও উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দিতে হবে। একইসাথে পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের গুরুদায়িত্ব পালনের আহবান জানান তিনি।
মাটিরাঙ্গা প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা মাটিরাঙ্গা জোন কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।
রোববার (২৫ আগষ্ট) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন কমান্ডারের নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া (জাগোনিউজ/কালবেলা), মাটিরাঙ্গা প্রেস ক্লাবের নব গঠিত কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল (দৈনিক আমার সংবাদ), সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন (গ্লোবাল টেলিভিশন), সহ-সভাপতি সাগর চক্রবর্তী কমল (কালের কণ্ঠ), সহ-সভাপতি মো. এনামুল হক (খোলা কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম (দৈনিক কালবেলা), অর্থ সম্পাদক ছোটন চৌধুরী (দৈনিক পুর্বকোনে) প্রচার ও দপ্তর সম্পাদক কমল কৃষ্ণ দে (দৈনিক ভোরের ঢাক), নির্বাহী সদস্য মো. নুরনবী অন্তর মাহমুদ ( দৈনিক অরন্যবার্তা) ও আবু রাসেল সুমন (দৈনিক বায়ান্ন) প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ আগস্ট মাটিরাঙ্গা প্রেস ক্লাবের পুর্বোক্ত কমিটি বিলুপ্ত করে মো. জসিম উদ্দিন জয়নাল (দৈনিক আমার সংবাদ)-কে সভাপতি ও মো. আলমগীর হোসেন (গ্লোবাল টেলিভিশন)-কে সাধারণ সম্পাদক করে ৯ (নয়) সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত