আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
অতিবৃষ্টি ও উজানের ঢলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নিম্নাঞ্চল ও হালদা নদীর উজানের তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে মানিকছড়ি ইউনিয়ন পরিষদে ৩৫০ পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাসরিন। এ সময় যোগ্যাছোলা ও মানিকছড়ি ইউনিয়ন এলাকার ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে বাটনাতলী ও তিনটহরী ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে চাল বিতরণের এই কার্যক্রম চলমান রয়েছে। এর আগেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও যুব রেড ক্রিসেন্টসহ বিত্তশালীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া বলেন, 'বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন স্থানীয় ইউপির দায়িত্বশীল ও ইউপি সদস্যদের নিয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। বন্যা শুরুর দিন থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে'।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুল আলম, ইউপি সদস্য মো. মোশাররফ হোসেন ইউপি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত