এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির মহালছড়িতে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মহালছড়ি সেনা জোন কতৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, অতিবৃষ্টির কারণে চেঙ্গী নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় মহালছড়ির চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার।
এই পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরন করেছেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্ণেল শাহ্রিয়ার সাফকাত ভূইয়া (পিএসসি)। জানাযায় গত কয়েকদিন ধরেই মহালছড়ি জোনের আওতাধীন বিভিন্ন এলাকার বন্যার্তদের এ ত্রান সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।
ত্রাণ পেয়ে জনমনে স্বস্তি ফিরে এসেছে। মো. দ্বীন মিয়া নামের এক ব্যক্তি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, গত ২ দিন ধরে আমরা পানিবন্দি, বাজারে যেতে পারছিলাম না। আজকে মহালছড়ি জোনের এই সহায়তা পেয়ে খুশি লাগছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত