আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
সপ্তাহব্যাপি ভারী বৃষ্টিপাতে পাহাড়ী জনপদ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্ধী অসংখ্য মানুষ! বন্যা দুর্গত এসব মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিন্দুকছড়ি জোন।
উপজেলার তিনটহরী ইউনিয়নের শান্তিনগর এলাকায় অসংখ্য মানুষের বাড়ি,ঘরে বন্যার পানি ওঠে। এতে দুর্গত পরিবারগুলো প্রতিবেশীর বাড়িতে এবং তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় নেয়। এই খবর পেয়ে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা হিসেবে বৃহস্পতিবার বিকেলে বন্যা দুর্গত এসব পরিবারগুলোর হাতে চাল,আটা,ডাল, তৈল, বিস্কুট, খাবার স্যালাইনসহ বিভিন্ন শুকনো খাবার তুলে দেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি। এ সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মো. আসাদুজ্জামান খন্দকার ও অন্যান্য সেনা কর্মকর্তারা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত