ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড় ধসে বাঘাইহাটের সাথে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক সড়কের ডাব-আদম এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পরে।
এ ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল থেকে এ পথে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।
এদিকে, পাহাড় ধসের খবর পেয়েই ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। রাস্তা পরিষ্কারের কাজে আরো সহযোগিতা করেন সাজেক কটেজ মালিক সমিতির সহ সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় এর নেতৃত্বে বিভিন্ন রিসোর্টের ম্যানেজার, স্টাফ এবং স্থানীয় জনগন।
মেজর অনন্ত ইবনে আলম, ক্যাম্প কমান্ডার, মাসালং আর্মি ক্যাম্প পুরো কাজ তদারকি করেছেন। পরবর্তীতে বিকাল ০৫:১০ ঘটিকা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত