ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকার মতো প্লাবিত হয়ে পানিতে তলিয়ে গেছে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। খাগড়াছড়ি সদরের গন্জপাড়া,
মেহেদী বাগ,কসাই পাড়া,তাইন্দং,আমতলী দীঘিনালার বিভিন্ন নিচু এলাকা। এমন অবস্থায় ঘর বাড়ি ছেড়ে খাগড়াছড়ি সদরের শিশু সরকারী প্রাইমারী স্কুলের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে অনেক মানুষ।
বুধবার (২১ আগস্ট) দুপুর ১২ টা থেকে বিকেল পর্যন্ত খাগড়াছড়ি সদরের গন্জপাড়া, মেহেদিবাগ, কসাইপাড়া, খাগড়াছড়ি সদর এলাকাসহ বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।
খাবার বিতরণকালে খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান জানান, গণমানুষের সংগঠন হিসেবে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী প্রতিটি দূর্যোগেই সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় আজকে বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে জামায়াত। এই সময় সামর্থ্যবানদের বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, খাগড়াছড়ি সদর উপজেলা জামায়াতের আমির ইলিয়াস, জেলা ছাত্রশিবিরের সভাপতি মাঈনুদ্দিন, জামায়াত নেতা সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত