ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন সংবাদ মিডিয়ার উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পেশাজীবী সাংবাদিকরা মানববন্ধন করে। বুধবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সাধারণ সম্পাদক এডভোকেট জসীমউদ্দীন প্রেসক্লাবের সহসভাপতি মোঃ জহুরুল আলম সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক জুলহাস উদ্দিন, চ্যানেল ২৪ এর সাংবাদিক নুরুচ্ছফা মানিক সাংবাদিক রফিকুল আলম সাংবাদিক আব্দুর রউফ,সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরা, সাংবাদিক ছোটজন বিশ্বাস, সাংবাদিক মাঈন উদ্দিন, সাংবাদিক দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রবিউল ইসলাম ।
বক্তারা সাতটি গণমাধ্যমের উপর একযোগ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এসব দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধান করার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানান। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন
গণমাধ্যম কর্মীরা সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত