ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে নির্মাঞ্চল প্লাবিত পানিবন্দী শতাধিক পরিবার। খাগড়াছড়িতে প্রায় সপ্তাহ ধরে ভারী বর্ষণে পাহাড়ী ঢলে চেঙ্গী ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে ঘর রয়েছেন শতাধিক পরিবার। মঙ্গলবার ভোর থেকে খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবা, গঞ্জপাড়া, ঠাকুরছড়াসহ চেঙ্গী ও মাইনি নদীর পাড়ের নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। গত দুই মাসের ব্যবধানে তিনবার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন শহরতলী ও পৌর এলাকার নদী ও ছড়ার পাড়ে বসবাসকারী লোকজন।
এভাবে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দীঘিনালার মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দীঘিনালার মেরুং ও কবাখালীর নদী পাড়ের কৃষি জমিতে পানি ওঠতে শুরু করেছে। চেঙ্গী, মাইনি, নদী ও ছড়ার পাড়ে বসবাসকারী লোকজন আতঙ্কে দিন পাড় করছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।
ইতোমধ্যে স্থানীয় লোকজন এলাকার আশেপাশে আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নিতে শুরু করেছে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, ড্রেন ও ছোট ছোট নদী - নালা সংস্কার ব্যবস্থা না থাকায় বার বার পানি উঠতেছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত