এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)।
থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে জেলার দীঘিনালা থানা কর্তৃক আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে উপজেলার প্রবীণ ব্যক্তি মো. মাসুদ রানাকে আহ্বায়ক ও শান্তিপ্রিয় চাকমাকে সদস্য সচিব করে মোট ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।
কমিটি গঠন পরবর্তী জেলা পুলিশ সুপার মুক্তা ধর নাগরিক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, আমাদের যারযার অবস্থান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল কাজ করতে হবে। অন্যয়কারী যে দল বা গোষ্ঠীর হোকনা কেন কোন প্রশয় দেয়া যাবে না। সত্য ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে অব্যশই মামলা করা যাবে। বিগত সময়ের যেকোনো ঘটনায় মামলা করা যাবে, তবে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ঠিক হবে না। পুলিশ সত্যের পক্ষে থেকে জনগণের কাজ করার অঙ্গীকার নিয়েছে। তাই সকলে সহযোগীতা করতে হবে।
এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দিন (পিপিএম), থানা অফিসার ইনচার্জ মো. নুরুল হক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত