ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে দেয়ালে দেয়ালে আদিবাসী শিক্ষার্থীরা পাহাড় ও সমতলে সমান অধিকার’সহ ছাত্র-জনতা আন্দোলন, পাহাড়ে দুঃখের কথা, মারমা,চাকমা ও তনচংগ্যা বর্ণমালাসহ তাদের বঞ্চনা ও অধিকারের কথা গুলো গ্রাফিতির মাধ্যমে তুলে ধরছেন।
রবিবার (১৮ আগষ্ট) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত কাপ্তাই উপজেলা সদরে বরইছড়ি বাজারে বিভিন্ন দেয়ালে এই গ্রাফিতি অংকন করা হয়।
এসময় তাঁরা দেয়ালগুলো সাদা রঙে রাঙিয়ে তাতে ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা চিত্র এবং পাহাড় ও সমতলে সমান অধিকারসহ পাহাড়ে কষ্টের কথা, বঞ্চনা ও নির্যাতনের চিত্র রং-তুলি দিয়ে ফুঁটিয়ে তুলেন । এই দেয়াল লিখন ও গ্রাফিতির কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন কাপ্তাই আদিবাসী শিক্ষার্থীরা।
গ্রাফিতি অংকনে অংশ নেওয়া শিক্ষার্থীর নীতি তালুকদার, বীর কুমার তনচংগ্যা ও সুগত তংঞ্চগ্যা জানান, বরইছড়ি সদরে বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে আমরা আমাদের মতো করে সাজাবো। উপজেলায় প্রতিটি দেয়াল আমরা রঙিন করে সাজাতে চাই। আমাদের অধিকারের কথা বলতে চাই।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত