ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: অতিবর্ষণে বড়ইছড়ি - ঘাগড়া - রাঙামাটি সড়কের কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা এলাকায় সড়ক ধ্বসে পড়ায় রবিবার (১৮ আগস্ট) সকাল হতে এই সড়কে শুধুমাত্র মোটর সাইকেল ব্যতিত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বড়ইছড়ি সিএনজি চালক সমিতির সভাপতি আমীর হোসেন বলেন, গত কয়েকদিনের অতি বর্ষণে বড়ইছড়ি- ঘাগড়া - রাঙামাটি সড়কের কুকিমারা এলাকায় সড়ক ধ্বসে পড়ায় রবিবার সকাল হতে এই সড়কে মোটরসাইকেল ব্যতিত বাকি সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
সিএনজি চালক হেমন্ত তনচংগ্যা এবং বড়ইছড়ি - রাঙামাটি বাস মালিক সমিতির লাইন ম্যান
মোজ্জামেল হক বাহাদুর বলেন, এতদিন ঝুঁকিপূর্ণ ভাবে এই জায়গায় আমরা যান চলাচল করলেও গত কয়েকদিনের অতি বৃষ্টিতে সড়কের কুকিমারা এলাকায় সড়কটি ধ্বসে রবিবার সকাল হতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের ( সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার সাথে রবিবার (১৮ আগস্ট) সকাল ১১ টা ৪০ মিনিট এ যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মুহূর্তে আমি সহ সওজ এর কর্মীরা কুকিমারা এলাকায় আছি। আমরা মেরামতের কাজ করছি, আশা করছি আজ( রবিবার) ৫ টার মধ্যে ভাঙা অংশের কাজ মেরামত করে যান চলাচল উপযোগী করা তোলা হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত