আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার "গিরিমৈত্রী সরকারী ডিগ্রি কলেজ, রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশ-পাশ এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের পর দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও ক্যালোগ্রাফি আঁকছেন শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ওই ছাত্র আন্দোলনের অগ্রভাগে( চট্টগ্রাম) থাকা ছাত্রদের পরামর্শ ও নির্দেশনায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাটবাজার, বাসস্ট্যান্ড, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় পরিস্কার, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকাল-বিকেল কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ালে ওয়ালে গ্রাফিতি ও ক্যালোগ্রাফি আঁকছেন মেধাবী ও জাতির অন্তিম মুহূর্তে সকল অন্যায়ের বিরুদ্ধে আলো দেখানো সেই কান্ডারী শিক্ষার্থীরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত