• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
আমিরাবাদ ইউনিয়নে আকিজ-মনোয়ারা ট্রাস্টের ফ্রি মেডিক্যাল ক্যাম্প রাণী দয়াময়ী স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দেয়া হয়নি, এখন হাসিনার চিকিৎসা করবে কে? – সাবেক এমপি হাবিব বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা

পানছড়িতে বিএনপির মত বিনিময় সভা

আনোয়ার হোসেন,প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি)  / ১১৪ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

আনোয়ার হোসেন, প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বিএনপি’র মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪’আগষ্ট মঙ্গলবার বিকাল ৩টা থেকে পানছড়ি বাজারের প্রধান সড়ক হাকিম মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। এ উপলক্ষে বেলা দুইটা থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলে মিছিলে পানছড়ির প্রধান সড়ক হয়ে উঠে লোকে লোকারন্য। বিকেল চারটায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা। এ সময় বক্তারা বলেন ১৯৭১ সালের পর শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ অনেকের রক্তের বিনিময় আমরা আরো একটি স্বাধীনতা পেয়েছি। পরাজিত শত্রুরা অঘটন ঘটাতে এখনো ওৎ পেতে রয়েছে। রাষ্ট্রীয় সেই সন্ত্রাসী বাহিনীদের প্রতিহত করতে দেশের সাধারণ জনগন প্রস্তুত রয়েছে। সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবীতে সবাই ক্ষোভে ফেঁসে উঠে। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, দপ্তর সম্পাদক মারিয়াম আক্তার মনি, আইন বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, জেলা ছাত্রদল সভাপতি শাহেদুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ও উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফেজ মো: নুরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ