রাঙামাটি বন বিভাগ কর্তৃক গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় রাঙামাটি সদর টেনিস ক্লাব সংলগ্ন এলাকা হতে আটক প্রায় ১০ফুট দৈর্ঘ্য অজগর সাপটি শুক্রবার (৬আগষ্ট) বেলা ২ টায় কাপ্তাই ন্যাশনাল পার্ক রামপাহাড় বিটে অবমুক্ত করেছেন কাপ্তাই বন বিভাগের কর্মকর্তারা।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান প্রায় ১০ ফুট দৈঘ্যের একটি অজগর গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় রাঙামাটি সদর টেনিস ক্লাব সংলগ্ন লোকালয়ে আসলে স্থানীয়রা বন বিভাগ কে সংবাদ দিলে বন বিভাগের লোকজন গিয়ে অজগর সাপটি আটক করে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.রফিকুজ্জামান শাহ্ এর নির্দেশ মোতাবেক ধৃত অজগর সাপটিকে শুক্রবার ২ টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। এসময় রামপাহাড় বন বিট কর্মকর্তা টিপু সুলতান,ফরেষ্টার সুব্রত কুমার দাশ ও বনকর্মী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত