সাধন সাহা জয়, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ওসি মাহাবুব আলমকে প্রত্যাহারের দাবিতে আজ সকালে থানার গেটে অবস্থান নিয়েছেন স্থানীয় ছাত্র-ছাত্রীরা।
নবীনগরসহ সারা বাংলাদেশে ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওসির নেতৃত্বে পুলিশের গুলিবর্ষণে ২০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী আহত হওয়ার অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা প্লেকার্ড হাতে নিয়ে ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, পুলিশের অত্যাচারের ফলে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে ওসি মাহাবুব আলমকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান। এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
অতি বিলম্বের ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে সকল ধরনের মামলা উঠিয়ে নেয়ার জন্য জোর দাবি জানান।
এসময় উপজেলা চেয়ারম্যান ফারুক আহামেদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তিনি তাদের শান্ত থাকার অনুরোধ জানান এবং তাদের সমস্যা সমাধানে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের অবস্থান নিয়ে থানার কর্মকর্তারা এখনও কোনো বক্তব্য দেননি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত