আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
মন্দির, ক্যায়াং, গীর্জাসহ ধর্মীয় স্থাপনা নিরাপত্তা ও ধর্মাবলম্বীদের সুরক্ষায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিশেষ সম্প্রীতি সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে উপজেলার বিভিন্ন মন্দির, ক্যায়াং, গির্জা সংশ্লিষ্ট কমিটি সভাপতি, সম্পাদক, বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ সম্প্রীতি সভা। এতে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. মনিরুজ্জামান, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতা সজল বরণ সেন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা ইউছুফ বাহার, উপজেলা কেন্দ্রীয় রাজশ্যামা কালি মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি বাদল বরণ সেন, উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি শিমোন কুমার ত্রিপুরা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমূখ।