ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর একাডেমিক ভবনের উধ্ব্মুখী সম্প্রসারন প্রকল্পের আওতায় ৪ তলা ভিত্ত বিষিষ্ট এক তলা একাডেমিক ভবনের উপরে উধ্বুমুখী সম্প্রসারণ, ৫ তলা ভিত্ত বিশিষ্ট ৩ তলা শিক্ষক ডরমিটরি ভবন, ৫ তলা ভিত্ত বিশিষ্ট ২ তলা শিক্ষক কোয়াটার, ৫ তলা ভিত্ত বিশিষ্ট ১ তলা স্টাফ কোয়ার্টার এবং ইনস্টিটিউট এর সীমানা প্রাচীর এর নির্মাণ কাজ এগিয়ে চলছে।
এদিকে মঙ্গলবার(১৩ আগস্ট) সকালে রাঙামাটি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বিএসপিআই এ চলমান প্রকল্প পরিদর্শন করেন জেলার সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা এবং কাপ্তাই সহকারী প্রকৌশলী কাজী মো: মজিবুর রহমান। এসময় তাঁরা বলেন চলতি অর্থ বছর শেষে প্রকল্প সমুহের কাজ শেষ হবে।
এসময় বিএসপিআই এর অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার, ইনস্টিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান ড: মো: কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
বিএসপিআই এর অধ্যক্ষ জানান, একটি কমিটির মাধ্যমে আমরা প্রকল্প সমুহ বাস্তবায়ন করছি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত