এম লোকমান:
পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ১২ আগস্ট ২০২৪ তারিখ যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন। জোনের আওতাধীন দুস্থ ও অসহায় (১) দহিতা ত্রিপুরা, পিতা-যুক্ত ত্রিপুরা, গ্রাম-বুরবাধনপাড়া, ডাকঘর-বড়বিল, (২) সুলতান আহমেদ, পিতা-মৃত সৈয়দ আলী, গ্রাম-হাসপাতাল পাড়া, ডাকঘর-তবলছড়ি, (৩) মোঃ ইউসুফ মিয়া, পিতা-সুজা মিয়া, গ্রাম-ইদ্রিস মিয়াপাড়া, ডাকঘর-বড়নাল সকলের উপজেলা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছে। তাদের আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ০৭ বান ঢেউটিন অনুদান দেয়া হয়।
বিশ্বরাম কার্বারীপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো বিনষ্ট হওয়ায় প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে ০২ বান ঢেউটিন অনুদান প্রদান করা হয়। কমলাবাগান শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে ০১টি হারমোনিয়াম এবং বড়পাড়া সার্বজনীন কেন্দ্রীয় রাধাকৃষ্ণ মন্দিরে ০২টি সিলিং ফ্যান অনুদান প্রদান করা হয়। গ্রীন হিল কলেজের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে ১৬ সেট পাঠ্য প্রস্তুক, ১১ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে নগদ এবং যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৪০,০০০/- টাকা অনুদান দেয়া হয়।
এছাড়াও প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ০৫ টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাল বিতরণ করেন। মোট ১,৫৯,৭০০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ৯৭৮ জন (পাহাড়ি-৫৫৮ এবং বাঙালি-৪২০ জন)।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত